প্রকাশ পেল শাকিব-সাবিলার ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খানের তাণ্ডব ছবিতে নায়িকা হিসেবে অভিষিক্ত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সাবিলা নূর। এই জুটির লিচুর বাগানে গানটি প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা পেয়েছে। রিলস, টিকটকে গানের তালে তালে ডান্স মুডে ভিডিও বানাচ্ছেন নেটিজেনরা।

এর মধ্যেই প্রকাশ পেল শাকিব-সাবিলার রোমান্টিক গান ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’। শুক্রবার (১৩ জুন) বেলা ১২টার পর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। রোমান্টিক ঘরানার গানটি এরইমধ্যে পছন্দ করতে শুরু করেছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা লিখছেন, শাকিব-সাবিলার নয়া কেমিস্ট্রি মুগ্ধ করছে দর্শকদের। জুয়েল নামে একজন লিখেছেন, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। তারেক নামে আরেক অনুসারী শাকিবের শেয়ার করা গানের পোস্টে লিখছেন, এই জুটির আরও সিনেমা চাই।

নাঈম নামে আরেকজন লিখেছেন, এটাকেই বলে ব্যাটে বলে টাইমিং হওয়া। সাবিলা নূর সঠিক সময়ে সিনেমায় জাম্প করেছে। শুরুতেই হিট করল। শুভ কামনা রইলো সাবিলা নূরের জন্য। শাকিব দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন।

‘তোমাকে ভালোবেসে যেতে চাই’ প্রসেনের কথায় অরিন্দমের কম্পোজে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ও শিরশা চক্রবর্তী। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। রায়হান রাফীর পরিচালনায় তাণ্ডব সিনেমায় শাকিব খান, সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু প্রমুখ। ঈদের দিন ছবিটি মুক্তির পর থেকে সারাদেশে ব্যাপকভাবে দর্শক টানছে। এমন কি দেশের বিভিন্ন সিনেমা হলে মিডনাইট শো চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ