প্যারিসে বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন

রাসেল আহমেদ, ফ্রান্স থেকে:বাংলাদেশসহ ফ্রান্সের স্বনামধন্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ । তিনি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত একজন বিখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী।
আধুনিক ঘরানার প্যারিস-প্রবাসী ফরাসী-বাংলাদেশী এই শিল্পীর খ্যাতি ইয়োরোপে ছড়িয়ে পড়েছে। ১৯৯২ সালে মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারী আর্টসের পঞ্চাশজনের একজন হিসেবে বার্সেলোনায় অলিম্পিয়াড অব আর্টস পদকে ভূষিত হন। ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। এছাড়া চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ ঝবেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন তিনি।তার আঁকা ছবিগুলো ফ্রান্স বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রদর্শন করা হয়। বুধবার ফ্রান্সে’র রাজধানী প্যারিসের একটি আর্ট গ্যালারিতে তার আঁকা ছবি’র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। তার সব ছবি থেকে বিশেষ আকর্ষণীয় আঁকা ছবি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আঁকা ছবি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার তালহা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার একমাত্র ছেলে শেখ রেদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও ফ্রান্সসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখানে।
সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ প্রদর্শনী চলে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ