‘পুরো দোনবাস দখলের মিশনে নামবে রাশিয়া’

সামরিক জোট ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে তাদের হামলা এখনই থামাবে না।

উল্টো কয়েক সপ্তাহের মধ্যে পুরো দোনবাস দখল করতে নতুন মিশনে নামবে রুশ সেনারা।

বেলজিয়ামের ব্রাসেলসে একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ন্যাটো সেক্রেটারি।

তিনি বলেন, আমরা এখন দেখছি পুনরায় একত্রিত হতে, শক্তি সঞ্চার করতে, অস্ত্রসস্ত্রে সজ্জিত হতে ও রশদ নিশ্চিত করতে এবং ইউক্রেনের পশ্চিম দিকে নজর দেওয়ার জন্য  কিয়েভের আশপাশ থেকে চলে যাচ্ছে রুশ সেনারা।

তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহে আমরা আশঙ্কা করছি পশ্চিম ও দক্ষিণ দিকে আক্রমণ বাড়িয়ে দেবে রাশিয়া।  তাদের মিশন পুরো দোনবাস দখল করা এবং  অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা।

এদিকে ৮ বছর আগে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে জোর করে ক্রিমিয়ার দখল নিয়ে নেয় রাশিয়া। এরপর ক্রিমিয়াকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে দেশটি। তবে ইউক্রেন এখনো ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

ন্যাটো সেক্রেটারি জানিয়েছেন, দোনবাসে রাশিয়ার আগ্রাসন থামাতে তারা ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সহায়তা করবেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ