পুরান ঢাকার ইসলামপুরে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে আহসানউল্লাহ রোডের রয়েল টাওয়ারে এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার। তিনি জানান, সোমবার দুপুর ২টা ১০ মিনিটে আহসানউল্লাহ রোডের রয়েল টাওয়ারে আগুন লাগার খবর পান তারা। পরে আটটি ইউনিট সেখানে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় বেলা ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আটতলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।