‘পুতিনের নির্দেশের সঙ্গে সঙ্গে বোমা পড়বে ইউক্রেনে’

ইউক্রেনের তিন দিকে অবস্থান করছে রাশিয়ার কয়েক লাখ সেনা। দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্টের নিরপত্তা উপদেষ্ট সতর্ক করেছেন— যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা হতে পারে।

এবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপি শরীর হিম করা কথা বললেন। তিনি বলেছেন, পুতিন নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনে বোমা পড়বে।

যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রিটিশ মন্ত্রী এমন সম্ভাবনার আশঙ্কা করে বলেন, এমনটি ঘটলে ইউক্রেন কোনো আগাম সতর্কতা পাবে না।

জেমস হেপি বলেন, আমার আশঙ্কা হলো— আক্রমণ আসন্ন। তবে এটি অবশ্যই ঘটবে সেটিও বলা যায় না।

এটা হুঁশিয়ারি মন্তব্য করে তিনি বলেন, পুতিন আদেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনের শহরে মিসাইল ও বোমার আঘাত আসতে পারে।

এদিকে এই উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য শুক্রবার তাদের সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয়।

এর একটা ব্যাখাও প্রদান করেন জেমস হেপি। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার ১ লাখ ৩০ হাজার সৈন্য অবস্থান করছে। এছাড়া কৃষ্ণ সাগরে মহড়ায় রয়েছে বেশ কয়েক হাজার। রাশিয়া অঞ্চলটিতে আর্টিলারি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে। এছাড়া কম্ব্যাটের প্রয়োজনীয় সামগ্রি, জ্বালানী, মেডিকেল সামগ্রিও প্রস্তুত রেখেছে। এই কারণে ভ্রমণের নির্দেশনা পরিবর্তন এবং যেকোনো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ