পাকিস্তানে পৃথক দুর্ঘটনায় নিহত ৫১

পাকিস্তানে পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। রোববার একটি বাস সেতু থেকে পড়ে গিয়ে এবং একটি নৌকা ডুবে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি বাস গিরিখাদে পড় যায়। এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। একই দিন উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় নৌকা ডুবে ১০ শিক্ষার্থী মারা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে।

লাসবেলা জেলার বেলা শহরের প্রশাসনিক কর্মকর্তা হামজা আঞ্জুম বলেছেন, ‘মৃতদেহগুলো…শনাক্ত করা মুশকিল হয়ে পড়েছে।’

আঞ্জুম জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রথমে ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়। আহত তিন জনকে উদ্ধারের পর আরও এক জনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থা ‘গুরুতর’। বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার স্থানীয় পুলিশ কর্মকর্তা মীর রউফ জানিয়েছেন, নৌকাডুবিতে যারা মারা গেছে তাদের সবার বয়স সাত থেকে ১৪ বছরের মধ্যে। আরও ১১ শিশুকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ