পাকিস্তানি কাভিশ ঢাকায় এনে স্থগিত করা হলো কনসার্ট

‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শীর্ষক কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় পাকিস্তানি ব্যান্ড কাভিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড এলাকায় আয়োজিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস।

আয়োজকদের দাবি, সব ধরনের প্রস্তুতি-ভেন্যু, কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিক ও প্রয়োজনীয় অনুমতির বেশ কিছু জটিলতা অতিক্রম করা সত্ত্বেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কনসার্ট পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়। তাই অনুষ্ঠানটি বাতিল নয়, কেবল স্থগিত করা হয়েছে বলে জানান তারা।

এই কনসার্টে কাভিশ ছাড়াও বাংলাদেশের শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল। এরই মধ্যে কাভিশ ঢাকায় পৌঁছানোর পর তাদের বিমানবন্দরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আয়োজক

এর আগের দিন বৃহস্পতিবার কাভিশ ঢাকায় পৌঁছানোর পর ব্যান্ড সদস্যদের বিমানবন্দরের কয়েকটি ছবি প্রকাশ করে আয়োজকরা সামাজিক মাধ্যমে জানায় যে ব্যান্ডটি দেশে এসে গেছে। পরে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়ে ব্যান্ডটির পক্ষ থেকেও একটি ভিডিও বার্তা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান।

একই সঙ্গে প্রকাশ করা হয়েছে কাভিশের পাঠানো একটি ভিডিও বার্তাও, যেখানে দলটি দুঃখ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ