পাকিস্তানকে টপকে ছয়-এ বাংলাদেশ : হাজী মোঃ জসিম উদ্দিনের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট:পাকিস্তানকে সাতে ঠেলে এক ধাপ উপরে ওঠে এসেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের মাটিতে এই ঐতিহাসিক সিরিজ জয়ের প্রভাব পড়েছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। পাকিস্তানকে পেছনে ফেলায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি এবং স্বদেশ বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানকে পরাজিত করে বিজয় অর্জন করেছিলাম। এবার ক্রিকেটেও তাদেরকে পিছনে ফেলেছি। এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের এবং গর্বের। এই ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেট দল অব্যাহত রাখবে বলেও বিশ্বাস করেন তাদের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক হাজী মোঃ জসিম উদ্দিন। দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া আগামী দুটি টেস্টেও বাংলাদেশ-ভারত ফলাফল করবে বলে তিনি মনে করেন। সেই সাথে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকেও কৃতিত্ব দেন জসীমউদ্দীন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ