পশ্চিমারা ইউক্রেনকে সমঝোতায় আসতে দিচ্ছে না: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতায় বসতে দিচ্ছে না পশ্চিমা দেশগুলো।

শনিবার তিনি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দোষারোপ করেন। খবর আনাদোলুর।

এ সময় সেরগেই ল্যাভরভ আরও বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমা দেশগুলোই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিচ্ছে।

দুই মাস আগেই রাশিয়ার সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছিল ইউক্রেন, কিন্তু এখন পশ্চিমাদের প্ররোচনায় পড়ে তারা ভিন্ন কথা বলছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত ৪ হাজার ১১৩ জন বেসামরিক লোকজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ হাজার ৯১৬ জন। তবে বেসরকারি হিসাব মতে এ সংখ্যা আরও অনেক বেশি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ