পদ্মা সেতুতে প্রথম দিনে টোল ২ কোটি ৯ লাখ টাকা

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনে রোববার সকাল ৬টা থেকে চলছে যানবাহন। এরই মধ্যে যান চলাচলের প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এ থেকে মোট দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে।

রোববার ভোর ৬টা থেকে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত এ পরিমাণ টোল আদায় করা হয়।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে এক কোটি আট লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

এ ছাড়া জাজিরা প্রান্তে টোলপ্লাজা দিয়ে ২৪ হাজার ৭২৭টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। প্রথম দিনে সব মিলিয়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

এদিকে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সেতু বিভাগ।

প্রথম দিন দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যুর পর মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ