পদ্মায় ‘আগ্নেয়াস্ত্র’ সাদৃশ্য বস্তু হাতে ছাত্রদল নেতাকর্মীদের উল্লাস

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কয়েকজন ছাত্রদল নেতা আগ্নেয়াস্ত্র সাদৃশ্য বস্তু হাতে উল্লাস করছেন। পর্যায়ক্রমে প্রত্যেকের হাতে এমন দৃশ্য শোভা পায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় তোলপাড়।

তবে এমন ঘটনায় শেষমেশ মুখ খুলেছেন ছাত্রদলের ওইসব নেতারা। তারা বলছেন, এটি আসলে কোনো আগ্নেয়াস্ত্র নয়, প্লাস্টিকের পিস্তল। নদীর পাড়ে এক শিশু খেলনা পিস্তল নিয়ে খেলছিল তার কাছ থেকেই ওই পিস্তলটি নেয়া। তা নিয়ে খেলছিলাম সবাই। আগ্নেয়াস্ত্র সাদৃশ্য বস্তু প্রদর্শনকারীরা হচ্ছেন জেলা ছাত্রদলের অন্যতম সদস্য আলামীন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু বেলাল হোসেন জিকু, শোভন মালিথা, ভেড়ামারা সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুম আলী, ছাত্রদলকর্মী জুয়েল।

এ বিষয়ে জেলা ছাত্রদলের অন্যতম সদস্য আলামীন জানান আমরা বন্ধুরা মিলে দুপুরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে পদ্মার পাশেই কয়েকজন শিশু খেলনা পিস্তল নিয়ে খেলছিল। আমরা ওই শিশুর কাছ থেকে খেলনা পিস্তল নিয়ে নদীর মধ্যেই উল্লাস করছিলাম। এর বাইরে কিছু না। এ সংক্রান্ত কিছু স্থিরচিত্র এবং ভিডিও আমাদেরই বন্ধু মেহেদী হাসান জুয়েল ফেসবুকে পোষ্ট দিয়েছে। সত্যিকারের পিস্তুল হলে কখনোই এধরনের ভিডিও বা ছবি পোস্ট দিতো না। বিষয়টি অন্যকেউ ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা করছে। যা অত্যন্ত নিন্দনীয়।

ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সভাপতি রানা আহমেদ বলেন, আগ্নেয়াস্ত্র প্রদর্শনের বিষয়টি একেবারেই ঠিক নয়। কয়েকজন ছাত্রদল নেতা-কর্মী নদীতে গোসল করতে গিয়েছিলেন। নদীর পাশেই কয়েকজন শিশু খেলনা পিস্তল নিয়ে খেলছিল। তাদের থেকে নিয়েই তারা আনন্দ করছিল নদীতে। এর বাইরে কিছু না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিষয়টি ভিন্নদিকে নেয়ার অপচেষ্টা করছে।

এ বিষয়ে কথা হয় জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বির সঙ্গে। তিনি জানান তাৎক্ষনিক বিষয়টি জানার চেষ্টা করেছি। আগ্নেয়াস্ত্র নয়, প্লাস্টিকের পিস্তল নিয়ে তারা খেলছিল নদীতে। প্লাস্টিকের পিস্তলটি নদীর পাশে এক শিশুর কাছ থেকে নেয়া। শিশুটি প্লাস্টিকের ওই পিস্তল দিয়ে খেলছিল। বিষয়টি ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা মাত্র।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, এটি আগ্নেয়াস্ত্র নয়, প্লাস্টিকের খেলনা পিস্তল। বিষয়টি অনুসন্ধানে এমনটি নিশ্চিত হয়েছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ