পথিকৃৎ সাংবাদিক আব্দুস সালামের জন্মবার্ষিকী উদযাপিত

ঢাকা অফিস: পথিকৃত সাংবাদিক অবজারভার সম্পাদক আবদুস সালামের ১১৩ তম জন্মবার্ষিকী ছিলো শনিবার। এ উপলক্ষে সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভার আয়োজন করে। ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আলোচক জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, পিআইবির সাবেক মহাপরিচালক ও বাংলা ভিশনের বার্তা প্রধান ড. আবদুল হাই সিদ্দিক, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, মরহুমের কনিষ্ঠ কন্যা রেহানা সালামসহ আরো অনেকে। বক্তারা সাংবাদিক আব্দুস সালামের কর্মকান্ড তুলে ধরে তাকে অনুসরণ করার জন্য বর্তমান প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এদিকে প্রবাসী সাংবাদিকদের মধ্যে আফজাল হোসেন রোমান ,এম ডি রিয়াজ হোসেন, আমির হোসেন লিটনসহ স্থানীয় সাংবাদিকরা মরহুম পথিকৃত সাংবাদিক আব্দুস সালামের জন্মবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ