মিনহাজ হোসেন, সিটি এডিটর ইতালী :ইতালী প্রবাসী নোয়াখালী মাইজদীর কৃতি সন্তান ইতালী বাংলা কমিউনিটির সুপরিচিত নোয়াখালী জেলা সমিতির উপদেষ্টা খোরশেদ আলম ও বেগমগঞ্জ নিবাসী নোয়াখালী জেলা সমিতির উপদেষ্টা মোঃ নুর ইসলামের মৃত্যুতে ইতালী প্রবাসী বৃহত্তর নোয়াখালী বাসী দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজধানী রোমে।।
রোমের সেন্ট্রাল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বৃহত্তর নোয়াখালীর সমিতির সভাপতি নুরুল আবসারের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র সহ সভাপতি মাওলানা মাসুদুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সহ সভাপতি হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হিরা, ফেনী জেলা সমিতির উপদেষ্টা মাইন উদ্দিন লিটন, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি সভাপতি মো: ইব্রাহিম, একতা ব্যবসায়ি সমিতি ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি এমারত হোসেন, বৃহত্তর নোয়াখালী আওয়ামীলীগের সভাপতি আবদুল মজিদ বাবুল, সম্মানিত সদস্য আবুল এহসান মিনু, লাঙ্গল কোট সমিতি সাধারণ সম্পাদক নুরু, চাঁদপুর জেলা সমিতি সহ সভাপতি মো: রেজাউল করিম, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাহমুদ আহমেদ নাইম, বিশিষ্ট ব্যবসায়ী নাসির সিকদার হিমু, আবু জাকের মোঃ স্বপন, সোহেল চৌধুরী, নোয়াখালী জেলা সমিতি উপদেষ্টা সালেহ আহমেদ বাবু, মহসিন, আবুল কালাম, সহ সভাপতি শাহজাহান ভূইয়া মিলন, মোঃ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সহ আঞ্চলিক, সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন- মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধবান্ধব।
শেষে মরহুম খোরশেদ আলম ও নুর ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতৌ পরিচালনা করেন ভিত্তোরিও সেন্ট্রাল মসজিদের ইমাম।