নোবেল কমিটির ফোন পেয়ে বললেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি’

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফ্রান্সের বিজ্ঞানী অ্যান লিয়ের এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।

ফরাশি বিজ্ঞানী অ্যান লিয়ের সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

নোবেল জয়ের খবর দেোয়ার জন্য যখন অ্যান লিয়েরকে নোবেল কমিটি থেকে ফোন করা হয়, তখন তিনি ক্লাসে ব্যস্ত। একাধিকবার ফোন দিয়েও তাকে পাচ্ছিল না নোবেল কমিটি।

ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি। বিরতিতে আবার ফোন আসে। এবার তিনি ফোন ধরেন। নোবেল কমিটি থেকে কথা বলার জন্য অ্যান লিয়েরের কাছে সময় চাওয়া হয়।

অ্যান বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’ তখন অ্যানের কাছ থেকে দু–তিন মিনিট সময় চেয়ে নেন নোবেল কমিটি থেকে ফোন করা সেই ব্যক্তি।

ক্লাসে লেকচার দেওয়ায় ব্যস্ত থাকার কথা শুনে ফোন দেোয়া ব্যক্তি জানতে চান, এ সুখবর শিক্ষার্থীদের দেবেন কিনা? উত্তরে অ্যান বলেন, ‘তাদের অবশ্যই জানাব। তারা জানলে আশা করি অনেক খুশি হবে। অবশ্যই তাদের জন্য অনেক আনন্দের বিষয় এটা। তবে আমাকে আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।’
এই অধ্যাপককে ফোন করার বিষয়টি নোবেল কমিটি তাদের এক্স পোস্ট করেছে।

দ্য নোবেল প্রাইজ নামে ভেরিফায়েড পেজে অ্যান লিয়েরকে ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে লেখা হয়েছে- একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের গল্প!

২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অ্যানকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। আমাদের নতুন বিজয়ী ক্লাস পড়াতে ব্যস্ত ছিলেন। ক্লাসের নির্ধারিত বিরতির সময় তিনি খবরটি শুনেছেন। ফোনকলের পরে তিনি ছাত্রদের কাছে ফিরে যান।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ