নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন ও তার ১০ সহযোগীরা বিরুদ্ধে মাদক মামলায় আদালতে সাক্ষী দিয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ চলে।
সাক্ষীরা হলেন- বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত পুলিশ সুপার এসকে আলাউদ্দিন, এসআই কাজী শাওন ও এএসআই সেলিম।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৪ সালের ২৯ মে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিমরাইল টেকপাড়া ট্রাক মালিক সমিতির পিছনে অভিযান চালিয়ে একটি টংঘর থেকে ২৮২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
এ মামলা থেকে দুজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। এখন ১১ জনের বিরুদ্ধে বিচার চলছে।
তিনি আরও বলেন, এ মামলার পরবর্তী সাক্ষী আগামী ১২মে দিন ধার্য করেছেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে নুর হোসেনকে পর্যাপ্ত নিরাপত্তায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে দণ্ড দেন।