নিরাপত্তা ঝুঁকির কারণে মালি ছাড়ার পরামর্শ ইতালির

নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আল কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিদের আরোপিত জ্বালানি অবরোধের পরিপ্রেক্ষিতে ইতালি তার নাগরিকদের মালি ছেড়ে যাওয়ার জন্য জরুরি পরামর্শ দিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালিতে অবস্থানরত ইতালীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে তীব্র জ্বালানি সংকটের কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে যা রাজধানী বামাকোতেও প্রভাব ফেলতে পারে।

এই সতর্কতা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মঙ্গলবার জারি করা সতর্কতার প্রতিধ্বনি। ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন বর্তমানে মালিতে প্রায় ৭০ জন ইতালীয় নাগরিক রয়েছেন যাদের অধিকাংশই রাজধানী বামাকোতে বসবাস করেন।

উল্লেখ্য, জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) জঙ্গিরা চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে স্থলবেষ্টিত পশ্চিম আফ্রিকান এই দেশটিতে জ্বালানি আমদানি অবরোধের ঘোষণা দেয়। এরপর থেকে তারা দেশে প্রবেশ করতে বা রাজধানী বামাকো পর্যন্ত পৌঁছাতে চাওয়া জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারগুলোর কনভয়ে হামলা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ