রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বুধবার (৩০ মার্চ) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান বলেন, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সব প্রবেশ পথ। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীরা মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করছে।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদককে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, কারা কারা জড়িত- তা তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।