নারী ও শিশুর উন্নয়নে বরাদ্দ ৪ হাজার ৭৫৪ কোটি টাকা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৪ হাজার ৭৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪ হাজার ২৯০ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, কর্মক্ষেত্রে নারী শ্রমশক্তির অংশগ্রহণের হার ২০১০ সালের ৩৬.০ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ৪২.৭ শতাংশে উন্নীত হয়েছে। নারীদের জন্য ৬৪টি জেলার ৪৮৮টি উপজেলার মাধ্যমে ২.২৭ লাখ জনকে ঋণ দেওয়া হচ্ছে। সুবিধাবঞ্চিত নারীদের (১৬-৪৫ বছর) দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ৬৪ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি। ৬৪টি জেলা ও ২৮টি উপজেলায় স্বকর্ম ঋণ কার্যক্রমের মাধ্যমেও বেকার ও উদ্যোগী নারীদের আত্মকর্মসংস্থানে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশ শিশু একাডেমির ৬টি জেলা শাখায় আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং শিশুদের সাঁতার সুবিধা প্রদান প্রকল্প নেওয়া হয়েছে। শিশু একাডেমিতে প্রতিবছর প্রায় ৩৫ হাজার শিশু বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে, যার মাধ্যমে তাদের সুকুমারবৃত্তির বিকাশ ঘটছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ