নরসিংদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে অটোরিকশা চালক আইন উদ্দিন (৪০), একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম উদ্দিন শাকিল (১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২) ও আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫)। গুরুতর আহত অবস্থায় রিমা (২০) নামে এক নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সকালে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি থেকে পাঁচ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি আমিরগঞ্জ হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি আমিরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রায়পুরাগামী একটি পিকআপ ভ্যান সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চার আরোহীর মৃত্যু হয়। আহত হন রিমা নামে এক নারী যাত্রী।
খবর পেয়ে আমিরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করে। পরে তারা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পিকআপ ও অটোরিকশা সংঘর্ষে চার আরোহীর মৃত্যু হয়েছে। তবে নিহত চার জনই অটোরিকশার যাত্রী কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত না। ঘটনাস্থলে পুলিশ আছে। পিকআপটি ভ্যানটি জব্দ করা হয়েছে।