নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ সময় আমেরিকায় ছিলেন। নববিবাহিতা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্যই দেশটিতে অবস্থান করেন তিনি। সেখানে অবস্থানকালীন দেশে গুঞ্জন ছড়ায়, তিনি আমেরিকায় স্থায়ী হওয়ার জন্য আবেদন করেছেন।
অভিনয় ছেড়ে শিগ্গির তিনি সেখানে স্থায়ী হবেন। কিন্তু সম্প্রতি দেশে ফিরে গুজবে পানি ঢেলে দিয়েছেন এ অভিনেতা। দেশে ফিরে বিশ্রামের সুযোগও নেননি। শুরু করেছেন শুটিং।
অপূর্ব এখন আগামী ঈদ ও বাংলা নববর্ষের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি আমেরিকায় অবস্থানকালীন যেসব কাজ আটকে ছিল, সেগুলোর শুটিং করছেন। এ ছাড়া নতুন একাধিক নাটকে সিডিউলও দিয়েছেন। সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এ অভিনেতার।
এসব প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘যাদের সমালোচনা করার অভ্যাস আছে, তারা এটা করবেনই। আমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। এখন সেই কাজটা করে যাচ্ছি। আমার অভিনয় যারা পছন্দ করেন তাদের কথা মাথায় রেখেই অভিনয় করি। তা ছাড়া একজন মানুষকে যে সবাই পছন্দ করবেন, তা কিন্তু না-ও হতে পারে।
তবে আমি খুশি, অসংখ্য দর্শক আমার অভিনীত নাটক দেখেন এবং তারপর তাদের প্রতিক্রিয়াও পৌঁছান আমার কাছে। সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি, দর্শকই আমার বড় শক্তি। তারা আমার পাশে থাকলে অভিনয় ক্যারিয়ারকে আমি আরও অনেকদূর নিয়ে যেতে পারব।’