ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানীর রোমে প্রতিষ্ঠিত দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটি চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন। স্কুলটি চলতি বছরে শতভাগ সাফল্য
অর্জন এবং ভালো ফলাফল উপলক্ষে আয়োজিত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিষ্ঠার পর
থেকেই স্কুলটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। ইতালি প্রবাসী নতুন প্রজন্মকে ইতালীয় ভাষাসহ ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার

লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এ প্রতিষ্ঠান। হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আরো বেশ কিছু শিক্ষানুরাগী যুক্ত হয়েছেন এ প্রতিষ্ঠানটির সঙ্গে। এই মুহূর্তে বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রীলঙ্কানসহ অন্যান্য দেশের নাগরিকরা তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করিয়েছেন। ২০২৫ এর


ফলাফলে ওই সকল অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। এই ফলাফল উপলক্ষে আগামী ২৮ আগস্ট স্কুলটি এক বিশাল অভিভাবক সমাবেশের আয়োজন করেছে।





