দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ঢাকা থেকে আসা একটি বাস উল্টে নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
আজ শনিবার ভোরে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হালিমা খাতুন (৫৫) ও বাসের সুপারভাইজার মো: আব্দুল জলিল (৫০)।
আহতদের মধ্যে সাতজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দু’জন মারা যান।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, চালকের ঘুমভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।