ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত, মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বেপরোয়া তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

এদিকে এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার যানজট দেখা গেছে।

রোববার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শাহিন বগুড়ার শেরপুর উপজেলার মাগুরবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

আহত ট্রাকচালক রফিকুল ইসলাম (৪০) টাঙ্গাইল সদর উপজেলার গালার গ্রামের দানেশ আলী ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনের সেতু পূর্ব থেকে সল্লা পর্যন্ত মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে যানজট সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম যুগান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার এসআই মো. নাজমুল হোসেন জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকচালকের মৃত্যু হয় এবং আহত হয় বালুবাহী অপর ট্রাকচালক।

তিনি জানান, পরে আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ