অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুই নেতা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেছেন। এই পরিস্থিতির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে তারা সম্মত হয়েছেন।
পাকিস্তানের এক্স হ্যান্ডল থেকে জানা গেছে, একইভাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের টেলিফোন আলাপ হয়েছে।
ইয়েমেনের ভবিষ্যৎ এবং একটি স্বাধীন দক্ষিণাঞ্চলীয় রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা নিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরব কার্যত সংযুক্ত আরব আমিরাতকে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন করার অভিযোগ করেছে। এমন প্রেক্ষাপটে রিয়াদে আলোচনায় বসেছে পক্ষগুলো।
সৌদি আরবে পক্ষগুলোর আলোচনাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইয়েমেনিদের আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ইসলামাবাদ ইয়েমেনের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে।