তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদের সাথে ইতালী আওয়ামী লীগের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

Dhaka
ঢাকা অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে ইতালী আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মুক্তিযুদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ইতালী আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান ছাড়াও নতুন কমিটির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকান্ডে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রবাস বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, বিদেশে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় ইতালী আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিপুল সংখ্যক ইতালী আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদকে ইতালী আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ