ঢাবি ছাত্র সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। গতকাল মঙ্গলবার রাতে মুক্ত মঞ্চের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।

ঘটনার পর শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ এরই মধ্যে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং মো. পলাশ সরদার (৩০)। গ্রেপ্তারদের রাজধানীর রাজাবাজার ও গ্রীনরোড এলাকা থেকে আটক করা হয়।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, ‘তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ার আলম সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে সেখানে নেয়া হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ