চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।
গাজীপুরের স্থানীয় সাংবাদিক শনিবার বিকেল ৩টায় বিবিসিকে জানিয়েছেন, সেখানে এখনো বিক্ষোভ চলছে। এদিন সকাল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হতে শুরু করেন।
এতে করে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া বিক্ষোভ চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হন বলেও জানান তিনি।
‘আন্দোলনকারীরা গাজীপুরের চন্দ্রাতে গাড়ি পুড়িয়েছে’ বলেও জানান তিনি।
এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ সমাবেশে সাড়া দিয়েছে সিলেটের মানুষও।
সমাবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ ডাক্তার, আইনজীবী, শ্রমজীবীদের পাশাপাশি অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কিন্তু আন্দোলনকারীদের বাধা দিতে সিলেটের টিলাগড়, পাঠানটুলা ও মদিনা মার্কেট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বরিশালের শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টায় বরিশালে এ কর্মসূচি পালিত হয় বলে জানান স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম।
নথুল্লাবাদ থেকে মিছিল নিয়ে আমতলা মোড় যাওয়ার সময় চৌমাথা পুলিশ বক্সে হামলা ভাঙচুর করা হয়। ঘটনার সময় পুলিশ থাকলেও তারা কোনো বাধা দেয়নি বলে তিনি জানান।
এছাড়া রংপুরেও শত শত মানুষ বিক্ষোভ-মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে।
বিকেল ৩টা থেকে চট্টগ্রামের নিউমার্কেটের মোড়েও বিক্ষোভ সমাবেশ চলছে। কুমিল্লাতে বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনায় মোট ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর বাইরে রাজশাহীর স্থানীয় সাংবাদিক আনোয়ার আলী হিমু জানান যে শনিবার সকালে রাজশাহীর হাজারখানেক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং কিছু সংঘর্ষের ঘটনাও সেখানে ঘটেছে।
সূত্র : বিবিসি