ঢাকায় ফ্রান্স প্রবাসী লেখক কাজী এনায়েত উল্লাহ’র “নিরুদ্দেশ” বইয়ের মোড়ক উন্মোচন

মোহাম্মদ রিপন ফকির:এবারের অমর একুশে বই মেলায় ২১ শে ফেব্রুয়ারি ফ্রান্স প্রবাসী, সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক কাজী এনায়েত উল্লাহর নিরুদ্দেশ বইটির মোরক উম্মেচন হয়েছে। এখানে
প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন, বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি সভাপতি ফকরুল আকম সেলিম, কোষাধ্যক্ষ মোঃ হেনু মিয়া, এডভোকেট তানভীর সিদ্দিকী, হাজী মিজান প্রধান, এবং শাহ মোঃ যুবায়ের যুব।

বিশিষ্ট ব্যাবসায়ী শিল্পপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব, ঢাকার বনানি চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান পরিবারের সন্তান কাজী এনায়েত উল্লাহ এখন বিশ্বে একটি পরিচিত নাম। তিনি ইউরোপের ২৯টি দেশের বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা)এর মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত বছর অমর একুশে বই মেলায় কাজী এনায়েত উল্লাহ’র তিনটি বই প্রকাশিত হয়েছিল। বইগুলো হচ্ছে প্রথমা প্রকাশিত উপন্যাস ‘ভালবাসার রুপান্তর’ এবং শব্দশৈলী প্রকাশিত ‘বিশ্বপ্রবাস’ এবং এর ইংরেজি অনুবাদ ‘দি লিভিং ওয়ার্ল্ড’।

মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে গতবছর প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। অনুষ্ঠানে ফ্রান্সের তুলুজপ্রবাসী ও অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবার সহ-সভাপতি ফকরুল আকম সেলিম এবং পর্তুগালপ্রবাসী ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবার নেতা রানা তসলিম উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও ভ্রমণ লেখক মাহমুদ হাফিজ।

‘ভালবাসার রুপান্তর’ উপন্যাসে কাজী এনায়েত উল্লাহ রাহাত নামের এক যুবকের প্রবাস জীবনের সংগ্রাম এবং দেশে ফিরে প্রেমে জড়ানোর কাহিনী চমৎকার গদ্যে উপস্থাপন করেছেন। লেখক নিজে প্যারিসপ্রবাসী এবং সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছেন। তার জীবনের সংগ্র্রামকেই প্রেমের মিশেলে বাঙ্ময় করে তুলেছেন। বিশ্বপ্রবাসে স্থান পেয়েছে আত্মকথার ভঙ্গিতে বনানী থেকে প্যারিসে গিয়ে প্রতিষ্ঠার সংগ্রামী ইতিহাস।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেন, লেখকের এই বইগুলো তরুণ পাঠকদের জীবনে সংগ্রাম করে প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। তিনি বইগুলোর বহুল প্রচার কামনা করেন।
কাজী এনায়েত উল্লাহ প্যারিস প্রবাসী ব্যবসায়ী। একই সঙ্গে লেখালেখির জগতে নাম লিখিয়েছেন। তিনি বলেন, আমার মধ্যে যে সুপ্ত প্রতিভা ছিল তা এখন বুঝতে পারছি। পৃথিবীতে বহু লেখক আছেন যারা মাঝ বয়স থেকে লেখালেখি শুরু করেছেন।
বলতে পারেন আমার ক্ষেত্রেও তাই ঘটেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ