ড. মোঃ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু হল অন্তর্বর্তীকালীন সরকারের: শপথ করালেন রাষ্ট্রপতি। উপদেষ্টা হলেন কারা

ঢাকা অফিস: বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত নতুন স্বাধীনতার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুসসহ ১৭ সদস্য

বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ সম্পন্ন করেছেন। দরবার হলে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক বৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয়
সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে ডঃ মোঃ ইউনুসকে শপথ বাক্য পাঠ করা। পরে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরও শপথ বাক্য পাঠ করান তিনি। বঙ্গভবনে যখন এই শপথ অনুষ্ঠান চলে, তখন বাইরে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে এবং তারা উল্লাস প্রকাশ করেন। উপদেষ্টা
পরিষদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাও রয়েছেন। তবে এই সকল অনুষ্ঠানে আওয়ামীলীগের কোন পর্যায়ের নেতাকে দেখা যায়নি। গেল ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পর থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে চলে যান। এখনো তিনি ভারতীয় অবস্থান করছেন। ছাত্র জনতার এই আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং অগণিত মানুষ হয়েছেন আহত। বাংলাদেশীদের প্রত্যাশা নতুন এই সরকার দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন এবং একটি বৈষম্যহীন সংবিধান রচনা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে। উপদেষ্টাদের কাছেও জনগণের জন্য গণতন্ত্র আইনের শাসন মানবিক অধিকার এবং ভোটাধিকার ফিরিয়ে দেবার ব্যবস্থা করার আহ্বান জানান সকলেই। শিগগির ই উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হতে পারে বলে জানা গেছে। উপদেষ্টা পরিষদের সদর সেরা হলেন:
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম
শপথ অনুষ্ঠানে ঢাকার বাইরে থাকার কারণে তিনজন উপদেষ্টা শপথ গ্রহণ করতে পারেননি তারা পরে শপথ গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ