ডেনমার্ক আওয়ামীলীগের বর্ণাঢ্য ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: শহীদ সভাপতি সামি দাস সম্পাদক, বাবু সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি:বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডেনমার্ক আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিংকন মোল্লা।
সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির আহ্বায়ক কে এম লোকমান হোসেন। সম্মেলন উদ্বোধন করেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আবদুল্লাহিল বাকী।
এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের প্রবাস কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, ইতালী আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শওকত হোসেন, জার্মান আওয়ামী লীগের নেতা শাহাবুদ্দিন, হাফিজুর রহমান আলম, মোবারক আলী ভূঁইয়া বকুল, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা বক্তিয়ার‌‌।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলীয় নেতারা অংশগ্রহণ করেন এই সম্মেলনে ‌।
সঠিক পথে রাজনীতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড কে এগিয়ে নেবার আহবান জানান নেতারা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহাব উদ্দিন ভূঁইয়া এবং প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান ভূঁইয়া মোহাম্মদ শহীদকে সভাপতি, সামী দাসকে সাধারণ সম্পাদক এবং জাহিদ চৌধুরি বাবুকে সহ-সভাপতি ঘোষণা করেন।

সম্মেলনের শুরুতে বাংলাদেশের সীতাকুণ্ড বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
এই সম্মেলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ