ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে ৫ জনের মৃত্যু হয়েছে।চলতি বছর এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। তাদের নিয়ে চলতি বছরে ৩১ জনের মৃত্যু হলো এই ডেঙ্গিতে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৪ জন। এর মধ্যে ২২৪ জনই ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। বর্তমানে সারা দেশে ভর্তি রোগী ৮৫০ জন। যার মধ্যে ঢাকাতেই ভর্তি রোগীর সংখ্যা ৭১১ জন। এ বছর এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩৯৭ জন ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গিতে এ বছরের আগস্ট মাসে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। সেখানে সেপ্টেম্বরের ৬ দিনেই মারা গেছেন ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ বছর ডেঙ্গিতে মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জনই ঢাকা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১৬ জন, তাদের ১৫ জনই কক্সবাজারের। এ ছাড়া বরিশালে দুজনের মৃত্যু হয়েছে।