ট্রেনে ঈদযাত্রা : কমলাপুরে উপচেপড়া ভিড়

তৃতীয় দিনের মতো ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে আজ শুক্রবার। বাড়ি যাওয়ার জন্য যারা গত ৪ জুন অগ্রিম টিকেট কেটেছিলেন, তারাই আজ ট্রেনে চেপেছেন।

আর মাত্র দু’দিন পর ঈদ। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে সব সরকারি অফিস আদালত ও বেশিভাগ বেসরকারি অফিসও। ছুটি পেয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ির দিকে ছুটছে সবাই।

এবারের ঈদযাত্রায় ঢাকা রেলওয়ে রেলস্টেশনের চিত্র পুরোপুরি ভিন্ন। উপচেপড়া ভিড় থাকলেও যাত্রীরা স্বাচ্ছন্দে ট্রেনে উঠতে পারছে। বেশ স্বস্তি প্রকাশ করেছে তারা।

ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য প্লাটফর্ম এলাকায় প্রবেশের মুখে ‍র‌্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করেছে। পরিচ্ছন্ন একটি পরিবেশের মধ্য দিয়ে প্ল্যাটফর্ম হয়ে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠতে পারছে যাত্রীরা।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে গেছে। এখন আর প্রথম দিনের মতো ট্রেনে কোনো বিলম্ব নেই।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ