টানা দুই ম্যাচে হার, যা বললেন বাবর আজম

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর আজ বিশ্বকাপের রেকর্ড পাঁচ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৩৬৮ রান তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৬২ রানে।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, বোলিংয়ে প্রথম ৩৪ ওভারে আমরা অনেক রান খরচ করেছি। শুধু তাই নয়! আমরা বেশ কিছু ক্যাচও মিস করি; যে কারণে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে সেঞ্চুরির আগে আটকাতে পারিনি।

বাবর আজম আরও বলেন, ব্যাটিংয়ে নামার আগে দলকে আমার বার্তা ছিল, আমরা এই রান তাড়া করে জিততে পারি। কারণ বিশ্বকাপে আমরাই রেকর্ড ৩৪৫ রান তাড়া করে জয় পেয়েছি। আজও আমাদের জয়ের টার্গেট ছিল। কিন্তু আমরা ভালো শুরুর পরও বড় পার্টনারশিপ গড়তে পারিনি। যে কারণে ম্যাচটা হাত থেকে ফসকে যায়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ