টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ও শেষ ম্যাচটিতে জয় তুলে নিয়ে টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে।

আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন টেস্ট খেলাতেও  ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

তাসকিন আহমেদের বোলিং তোপে পড়ে প্রোটিয়ারা মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

বাংলাদেশের হয়ে ৮২ বল খেলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন দাস। ৫৭ বলে ৪৮ রান করার পর কেশভ মহারাজের বলে আউট হন তিনি। আর সাকিব আল হাসান ১৮ রান করে অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ