জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল।

কিয়েভে শনিবার ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত অ্যাডাম স্মিথের নেতৃত্বে প্রতিনিধিদলটি জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে। খবর দ্য টপ ডেইলি নিউজের।

এ সময় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলটি জেলেনস্কিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

তারা ইউক্রেনকে আরও অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহেরও আশ্বাস দেন। তারা আরও বলেন, কেবল যুক্তরাষ্ট্রই নয়, তাদের সব মিত্র দেশও রুশ আগ্রাসন বন্ধে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।

মার্কিন কংগ্রেসের ওই প্রতিনিধিদলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলেনস্কির সঙ্গে ওই সাক্ষাতের কথা জানায়।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি ঘোষণা করেছেন, ওয়াশিংটর আরও চারটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ করবে কিয়েভকে।

তবে শনিবার জেলেনস্কির সঙ্গে দেখা করা মার্কিন কংগ্রেজের প্রতিনিধিদলটি ইউক্রেনকে কোন ধরনের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, তা উল্লেখ করেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ