জিসাস ফ্রান্স শাখার অভিষেক ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্রান্স প্রতিনিধিঃ:স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও জিসাস ফ্রান্স শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ক্যাথসীমায় কুটুম বাড়ি রেস্টুরেন্টে জিসাস ফ্রান্স শাখার সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও জিসাস ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোঃ বাসিত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় সহসভাপতি রিয়াজ উদ্দিন লুৎফুর। এছাড়াও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রব রানা।
জাতীয়তাবাদী আদর্শের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এসময় বক্তব্য রাখেন জিসাস ফ্রান্স শাখার সহ-সভাপতি মির্জা সুমন, খায়রুল আমিন খসরু, ছায়েফ উদ্দিন, শাহ সুমন, মিনহাজুল ইসলাম স্বাধীন, কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী নূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাবুল মিয়া, ইয়াসিন আহমদ, গাজী কামাল, সহ সাধারণ সম্পাদক আলাল খাঁন, সহ সাংগঠনিক লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আলমগীর, আবু বক্কর; মিজানুর রহমান, আখতার হোসেন, কামরুজ্জামান বুল্বুল, দুলাল আহমদ, সহ কোষাধক্ষ্য মাসুম আহমদ, প্রচার সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, ক্রীড়া সম্পাদক খালিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সমাজ বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক জাহিদ আহমদ চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন সাহেদ, সেলিম, যুবেল, ইব্রাহিম, হামিদ, মিলাদ, সেলিম আহমদ, হোসেন আহমদ। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন রুহুল আমিন রুহেল।
সভা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার সুচিকিৎসা প্রদানের দাবি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ