ডেস্ক রিপোর্ট: সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া রোমে ফিরলে ইতালি আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানাবে।
ইতালি আওয়ামীলীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ প্রবাসী বাংলাদেশীরাও জিএম কিবরিয়াকে বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন।
আগামী ২৭ নভেম্বর এমিরাত এয়ারলাইন্স যোগে তিনি রোমে এসে পৌঁছবেন।
তাঁকে বরণ করতে বিপুল সংখ্যক প্রাইভেটকার ছাড়াও একটি লিমোজিন গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দা ভিঞ্চি থেকে তাকে একটি মোটর শোভাযাত্রা করে নিয়ে আসা হবে রোমের একটি হলরুমে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দিবেন।
ইতালি আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ দলের শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ করা যেতে পারে, ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পেছনে জনাব কিবরিয়ার অবদান রয়েছে।
ফলে ইতালী আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে যাবেন।
