আফজাল হোসেন রোমান:পবিত্র রমজান মাসকে সামনে রেখে
জালালাবাদ এসোসিয়েশন ইতালির উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায়।
ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ রসই রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে বৃহৎ পরিসরে
ইফতার মাহফিল ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সংগঠনের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল
উদ্দিনের পরিচালনায় মূল্যবান মতামত প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মজির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন ও অন্যান্য সদস্যরা।
সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী
২৬মার্চ তরপিনাত্তারাস্থ মুসলিম সেন্টার (টিএমসি) জামে মসজিদে ইফতার ও রসই রেষ্টুরেন্টের হলরুমে ৩০ এপ্রিল ঈদ পূনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের ঈদ পুনর্মিলনী উৎসবে রোমের গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সবাই বক্তারা আশা প্রকাশ করে বলেন, এবারে ইফতারের পর ঈদ পুনর্মিলনী উৎসবের ব্যাপক প্রস্তুতি নেয়া হবে।
