জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ

ভারতের জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ।

বুধবার শ্রীনগরের শের-ই-কাশ্মির ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আবদুল্লাহ ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ নেন।

আবদুল্লাহ এর আগেও ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জম্মু–কাশ্মিরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তখন সেটি পূর্ণ রাজ্য ছিল।

এরপর ২০১৯ সালে রাজ্যভাগ, কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ করা হয়।

এ ঘটনার পাঁচ বছর পর দেয়া নির্বাচনেও তিনি মুখ্যমন্ত্রী হলেন। এবারের নির্বাচনে জম্মু-কাশ্মিরের ৯০টি আসনের নির্বাচনে ছয়টি আসন পাওয়ার পরও আবদুল্লাহ’র মন্ত্রিসভায় যোগ দেয়নি কংগ্রেস।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ