বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধে বৃটেনের ‘শত্রুতামূলক’ অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো। শুধু বরিস জনসন নন, সব মিলে বৃটিশ সরকারের মোট ১৩ কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এর মধ্যে আছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, সাবেক প্রধানমন্ত্রী তেরেসা মে, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, এর আগে একই রকম কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। জানানো হয়েছে নিষেধাজ্ঞার এই তালিকা আরও বড় হতে পারে।
