ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গামাটির সদর উপজেলায় জয় ত্রিপুরা নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার জেনারেল হাসপাতালসংলগ্ন ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মোদ্দাছছের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয় ত্রিপুরা (২৫) সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি একই এলাকার খোকন মনি ত্রিপুরার ছেলে।

রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে হাসপাতালের সামনে ৪-৫ জন জয় ত্রিপুরাকে ধাওয়া করে। এর পর ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পুলিশ জয় ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন জানান, নিহত জয় ত্রিপুরা সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন জয় ত্রিপুরার মৃত্যু হয়েছে। তার ওপর কে বা কারা হামলা করেছিল তা তদন্তে বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ