ছাতকে ৯ দিনে বন্যার পানিতে ডুবে ৮ জনের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গিয়ে এক শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানির স্রোতে তলিয়ে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার স্থানীয় হাওড় থেকে মখলিছুর রহমানের (৪৬) লাশ উদ্ধার করা হয়। সে উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর-বিলচরা গ্রামের রমজান আলীর পুত্র। তিনি ২ দিন আগে বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন।

বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের শরিফ হোসেনের পুত্র তমাল আহমদ (১৯), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের আহমদ আলীর পুত্র খালেদ আহমদ (৩০), দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া ততেরপাড়া গ্রামের উমেশ দাসের পুত্র অশোক দাস (২০), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের সুনীল রায়ের ছেলে অজিত রায় (৩৫), সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের নুরুজ্জামানের শিশু কন্যা হানিফা বেগম (৯), বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের সুরুজ আলীর পুত্র নৌকা শ্রমিক হাফিজ আলী (৩২) ও পৌর শহরের ব্যবসায়ী বাগবাড়ি মহল্লার বাসিন্দা পীযুষ দে’র (৪৮) মর্মান্তিক মৃত্যু হয়।

পুলিশ, হাসপাতাল ও পরিবার সূত্র থেকে পাওয়া তথ্যে এসব মৃত্যুর ঘটনার নিশ্চিত করা হয়েছে। মৃতদের ভাসামান লাশ উদ্ধার করে স্বজনরা দাফন ও দাহ করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ