ইউক্রেনে রাশিয়ার হামলার পর রুশদের বিরুদ্ধে জনমনে যে ক্ষোভ বাসা বেঁধেছে, তা ছড়িয়ে পড়ছে সমাজের সব ক্ষেত্রে। এর আদর্শ উদাহরণ হতে পারে চেলসি। দলটি ইংলিশ হলেও মালিক রোমান আব্রামোভিচ রুশ হওয়ায় কঠিন পরিস্থিতিতে পড়েছে লন্ডনের ক্লাব।
নিষেধাজ্ঞার মুখে পড়ার শঙ্কা থেকে একরকম বাধ্য হয়ে বুধবার রাতে প্রিয় ক্লাবটি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিলেন রুশ ধনকুবের আব্রামোভিচ।
তার এ ঘোষণা দেওয়ার পর থেকে অনেকেই চেলসি ক্লাব কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। ক্লাবটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের জাভেদ আফ্রিদি।
পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির মালিক আফ্রিদি। ক্রীড়া অনুরাগী হিসেবে এ ধনকুবেরের অনেক সুনাম রয়েছে।
পেশোয়ার জালমির মালিক ছাড়াও হায়ার কোম্পানির পাকিস্তান শাখার সিইও তিনি। এ ছাড়া তিনি এমজি জেডব্লিউ অটো মোবাইল পাকিস্তান প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক এবং জো চাহো নামে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন আফ্রিদি।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘চেলসি ফুটবল ক্লাব নিয়ে অনেক উদ্যোক্তাই আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে জাভেদ আফ্রিদির কোম্পানি অন্যতম। বুধবার বিকালে যুক্তরাজ্যের এক ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করেছে আফ্রিদির প্রতিনিধি। তারা মনে করে এশিয়ার পক্ষ থেকে ফুটবলে বিনিয়োগ করার এটিই উপযুক্ত সময়।’
২০০৩ সালে ১৪ কোটি পাউন্ডে চেলসিকে কেনেন আব্রামোভিচ। বিভিন্ন মেয়াদে ১৫০ কোটি পাউন্ড ধার দিয়েছিলেন তিনি।
বিশাল অঙ্কের সেই পাওনা মওকুফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এ রুশ ধনকুবের।
পাশাপাশি এ ধনকুবের জানিয়েছেন, দলের মালিকানা বিক্রি করে পাওয়া পুরো অর্থ ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যয় করা হবে। ক্লাবটির জন্য আব্রামোভিচ দাম হেঁকেছেন ৪০০ কোটি পাউন্ড।
আব্রামোভিচের সময়ে পাঁচটি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগসহ ১৯টি শিরোপা জিতেছে চেলসি।