চেচেন নেতা রমজানকে পদোন্নতি দিলেন পুতিন

চেচেন নেতা রমজান কাদিরভকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন অভিযানে অবদান রাখায় তাকে পদোন্নতি দেওয়া হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

চলতি সপ্তাহে কাদিরভ দাবি করেছিলেন, ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছেন চেচেনযোদ্ধারা এবং সেখানে তারা রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে।

সে সময় কাদিরভ দাবি করেছিলেন, রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমতসভের ২০১৫ সালের হত্যার সঙ্গে জড়িত একজন মূল মিত্র অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে যুদ্ধে আহত হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ অভিযান শুরুর মাত্র দুইদিন পর চেচেন রিপাবলিকের প্রেসিডেন্ট রমজান কাদিরভ নিজের বাহিনী নিয়ে মস্কোর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন।

বরং ইউক্রেনে তাদের উপস্থিতি একটি প্রচারণার অংশ বলেই মনে হচ্ছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। এসব প্রচারণার মধ্যে কাদিরভের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ক্রেমলিনের প্রোপাগান্ডা, দুটোই রয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

তবে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চেচেন যোদ্ধাদের লড়াই এর নামা এই প্রথম নয়। এর আগে ২০০৮ সালে জর্জিয়ার বিরুদ্ধে যুদ্ধেও অংশ নেন চেচেন যোদ্ধারা। এছাড়া ২০১৪-১৫ সালে ইউক্রেনে প্রথম দফায় রুশ হামলা এবং সিরিয়া যুদ্ধেও রুশ বাহিনীর সঙ্গে চেচেন যোদ্ধাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রমজাম কাদিরভের বাবা ছিলেন চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভ। আখমাদ আততায়ীর হাতে নিহত হওয়ার তিন বছর পর ২০০৭ সালে ক্ষমতায় আসে রমজান কাদিরভ।  কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৭ সালে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

অবশ্য চেচনিয়ায় কাদিরভের দমন-পীড়নের ব্যাপারে মস্কো খুব সামান্য প্রতিক্রিয়া দেখিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভালো সম্পর্কই এর কারণ বলে  রাশিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার কনস্ট্যান্টিন ফন এগারট জানিয়েছেন।

ইউক্রেনে চেচেন সেনা মোতায়েন ক্রেমলিনের প্রতি রমজান কাদিরভের আনুগত্যের আরেকটি প্রমাণ বলেই মনে হচ্ছে। রমজান ২৬ ফেব্রুয়ারি অনলাইনে পোস্ট করা এক  ভিডিওতে বলেছিলেন, পুতিন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যেকোনো পরিস্থিতিতে তার আদেশ পালন করব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ