চীনে বিধ্বস্ত বিমান থেকে দেহাবশেষ উদ্ধার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বৃহস্পতিবার (২৪ মার্চ) একথা জানায়। এদিকে ভারি বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনা কবলিত স্থানে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এর আগে সোমবার ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্নের একটি বোয়িং ৭৩৭ বিমান চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানশিতে বিধ্বস্ত হয়৷ ধারণা করা হয়, ওই ঘটনায় বিমানটির সব যাত্রী মারা গেছেন।

সংবাদ মাধ্যম জানায়, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে ব্ল্যাক বক্সটি বেইজিংয়ে পাঠানো হবে।

 

এদিকে নিখোঁজদের সন্ধানে বুধবার ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন স্বজনরা। এ সময় প্রশাসনের লোকদের উপস্থিতিতে তাদের নিয়ে যেতে দেখা যায়। অধিকাংশ পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলেই মাথা নিচু করে হেটে সামনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ