চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামী বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার কয়েকটি দেশ সফরে যাবেন। সফরকালে তিনি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, এশিয়ার সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াও সফরে যাবেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এমন ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি।

এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, নিকট ভবিষ্যতে ট্রাম্প-পুতিন বৈঠকের ‘কোনো পরিকল্পনা’ নেই। যদিও গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ