চার অঞ্চল বিচ্ছিন্ন হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুমকি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার প্রতি নতুন সতর্কতা জারি করেছেন।

তিনি বলেছেন, অস্ত্রের মুখে যদি ভুয়া গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল বিচ্ছিন্ন করে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয় তাহলে খুবই কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন তিনি।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার জানান, শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করবেন।

এর জবাবে বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এসব ভোট মূল্যহীন এবং এগুলো বাস্তবতা পরিবর্তন করবে না। ইউক্রেনের অখণ্ডতা নিশ্চিত করা হবে। যদি রাশিয়া এসব গণভোটের স্বীকৃতি দেয় তাহলে আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি।

এই ফোন কলের পর ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর একটি বিবৃতি দেয়। কিন্তু বিবৃতিতে পুতিনের ‘শুক্রবারের ডিক্রির’ ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ