ঘোড়া দিয়ে হাল চাষ করে চলে সংসার

বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মহসীন আলীর সংসার চলে ঘোড়া দিয়ে হাল চাষ করে। এভাবে হাল চাষে গরুর হালের চেয়ে দ্বিগুণ জমিতে চাষ দিতে পারায় অন্যের জমিতেও চাষ করে সংসারে এনেছেন সচ্ছলতা।

সরেজমিন দেখা গেছে, ঘোড়া দিয়ে পটুয়াকোল মাঠে ভুট্টা বপনের জমি চাষ করছেন ওই গ্রামের মহসীন আলী। আদিকাল থেকে গরু দিয়ে হাল চাষের প্রচলন থাকলেও মহসীন আলী ঘোড়া দিয়ে হাল চাষ করায় এলাকায় তিনি ঘোড়া মহসীন নামে পরিচিতি পান।

মহসীন জানান, এক জোড়া হালের গরু কিনতে দেড় থেকে দুই লাখ টাকা লাগে। তাই তিনি মাত্র ২০ হাজার টাকা দিয়ে এক জোড়া ঘোড়া কিনেছেন। সেই ঘোড়াকে হাল চাষের উপযোগী করে প্রশিক্ষণও দিয়েছেন। যেখানে গরু দিয়ে দিনে মাত্র এক-দেড় বিঘা জমি চাষ করা যায়, সেখানে মহসীন ঘোড়া দিয়ে দিনে তিন বিঘা জমিতে চাষ দিয়ে থাকেন। নিজের জমি চাষাবাদ ছাড়াও তিনি ৬০০ টাকা বিঘা দরে অন্যের জমিতে চাষ দিয়ে থাকেন।

প্রতিদিন ঘোড়ার খাবার বাদ দিয়ে তিনি ১ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত আয় করেন। এই টাকা দিয়ে তিনি সংসার পরিচালনা ও ছেলেমেয়েদের লেখাপড়া চালানোর পর সংসারে এনেছেন সচ্ছলতা।

এলাকায় ঘোড়া মহসীনের নাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন কেউ না কেউ তার ঘোড়া দিয়ে হাল চাষ দেখতে আসছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ