গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদের নিয়োগ চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক সাইফুল মজিদকে ২০২০ সালের ১৬ মার্চ দুই বছরের চুক্তিতে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছিল। পরবর্তী সময়ে দুই দফায় সেই মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ এই বছরের এপ্রিল মাসে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়েছিল।
মঙ্গলবার (২০ আগস্ট) পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ মো: জামিনুর রহমানের পুনর্নিয়োগও বাতিল করা হয়েছে।
সূত্র : বিবিসি