্ডেস্ক রিপোর্ট: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডলকে নির্বাচিত করায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন, গাজীপুরের আরেক কৃতি সন্তান, ইতালি আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এক অভিনন্দন বার্তায় ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের এই দুই নেতাকে অভিনন্দন জানিয়ে আলমগীর হোসেন বলেন, তাদের নেতৃত্বে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আরো গতিশীল হবে এবং আগামী নির্বাচনে গাজীপুরের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আরো বেশি সমর্থনা আদায়ে সক্ষম হবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা করেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
শনিবার এক বর্ণাঢ্য কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কাউন্সিলরগণ এডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি পদে পুনঃনির্বাচিত করেন এবং আতাউল্লা মন্ডলকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে রায় দেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
